লালমনিরহাটে এক কলেজছাত্রীকে ফোনে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় রোববার (১৮ জুন) সকালে লালমনিরহাট সদর থানায় কথিত প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার কলেজছাত্রীর বড় বোন।
এর আগে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টাক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহাগ নামের ওই যুবক। তিনি নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দিতেন। দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক সোহাগ। সেখানে বিয়ের প্রলোভনে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে সোহাগের দুই বন্ধু এসে তাকে ধর্ষণ করেন। পরে পালিয়ে যান তারা।
খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার সোহাগকে আসামি করে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বড় বোন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিউল হাসান/এসআর