বান্দরবানের লামায় তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. কুতুব উদ্দিন (৪২) ও মো. নাজিম উদ্দিন (৪৫)। কুতুব উদ্দিন ওই ইউনিয়নের মাদরাসাপাড়ার নুরুল হুদার ছেলে। মো. নাজিম উদ্দিন একই ইউনিয়নের সিকদারপাড়ার মৃত মো. পেটানের ছেলে।
আরও পড়ুন: শেরপুরে তক্ষকসহ আটক ২
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে একটি তক্ষকসহ আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় লামা থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস