শেরপুরে তক্ষকসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

অবৈধভাবে তক্ষক ক্রয়-বিক্রয়ের সময় দুজনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে শেরপুরের শ্রীবরদী থানার সিংগাবরুন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন শ্রীবরদী থানার মাটিফাটা এলাকার মৃত রশিদ গাজীর ছেলে সুজন (৩৮) ও মাধবপুর এলাকার তারা মিয়ার ছেলে আলী হোসেন (২৮)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ ছিল কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাটের পাকা রাস্তার ওপর কয়েকজন জীবিত তক্ষক অবৈধভাবে ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।   

তক্ষকটির দাম আনুমানিক ১৮ লাখ টাকা বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আশিক উজ্জামান জানান, আটকদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে।

 

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।