আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গলে যাচ্ছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার ২০০ কোটি মানুষঅতীতের যেকোনো সময়ের চেয়ে দ্রুত গলে যাচ্ছে হিমালয় পবর্তমালায় জমে থাকা বরফ। ফলে বিশুদ্ধ পানির সংকট, বন্যা, ভূমিধসের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশসহ এ অঞ্চলের অন্তত ২০০ কোটি মানুষ। মঙ্গলবার (২০ জুন) এক গবেষণা প্রতিবেদনে এই সতর্কবাণী দিয়েছেন বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগের দশকের তুলনায় ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে হিমালয়ের হিমবাহগুলো ৬৫ শতাংশ দ্রুত গলে গেছে।
যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক ‘নজিরবিহীন আস্থাপূর্ণ’: মোদীভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘নজিরবিহীন আস্থাপূর্ণ’ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত যে অবস্থান নিয়েছে, তার জন্য দিল্লি যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখোমুখি হয়নি বলে দাবি করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে মঙ্গলবার (২০ জুন) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নরেন্দ্র মোদী।
টাইটানিক দেখতে যাওয়া পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজআটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। ওই ডুবোজাহাজের সন্ধানে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এতে পাঁচজন পর্যটক ছিলেন। সাবমেরিনটিতে আর মাত্র ৭০ ঘণ্টা চলার মতো অক্সিজেন মজুদ আছে।
আর কত সময় টিকে থাকতে পারবে নিখোঁজ সাবমেরিন?আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহী পর্যটকদের নিয়ে নিখোঁজ হওয়া সাবমেরিনের এখনো কোনো খোঁজ মেলেনি। ওই ডুবোজাহাজের সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। এতে পাঁচজন পর্যটক ছিলেন। সর্বশেষ জানা যায় যে, সাবমেরিনটিতে আর মাত্র ৭০ ঘণ্টা চলার মতো অক্সিজেন মজুত আছে। এই সময়ের মধ্যে সাবমেরিনটির খোঁজ পাওয়া না গেলে পর্যটকদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয়।
অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বানঅধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে উত্তেজনা ও সহিংসতা এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেন তিনি।
১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ, সমালোচনার মুখে ম্যাক্রোঁফ্রান্সের ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে মাত্র ১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। শনিবার (১৭ জুন) ড্রেসিংরুমে শিরোপাজয়ী ওই দলের সঙ্গে আনন্দ উদযাপনে অংশ নিয়ে এমন কাণ্ড ঘটান তিনি।
নিউজিল্যান্ডে রেস্টুরেন্টে কুড়াল নিয়ে হামলানিউজিল্যান্ডের বেশ কয়েকটি রেস্টুরেন্টে এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছেন। এই ঘটনায় চারজন জখম হয়েছে। দেশটির অকল্যান্ডের বেশ কয়েকটি চাইনিজ রেস্টুরেন্টে হামলার খবর পাওয়া গেছে। বেশ কিছু ফুটেজে দেখা গেছে, স্থানীয় সময় সোমবার এক ব্যক্তি কুড়াল হাতে করে রেস্টুরেন্টে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি কুড়াল দিয়ে লোকজনকে আঘাত করতে শুরু করেন। সে সময় ভয়ে-আতঙ্কে লোকজন রেস্টুরেন্ট থেকে পালানোর চেষ্টা করেন।
মুখের লালাই বলে দেবে অন্তঃসত্ত্বা কি নাআর নয় ইউরিন টেস্টের ঝামেলা। এখন থেকে মুখের লালা পরীক্ষাই বলে দেবে নারী অন্তঃসত্ত্বা কি না। এরই মধ্যে বিশ্বের প্রথম দেশ হিসেবে মুখের লালায় প্রেগন্যান্সি টেস্ট চালু করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর খবরে জানানো হয়েছে, মুখের লালা পরীক্ষায় ব্যবহৃত হচ্ছে স্যালিস্টিক নামে একটি টেস্ট কিট। এটি এরই মধ্যে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বাজারে ছাড়া হয়েছে।
জার্মান শান্তি পুরস্কার পেলেন সালমান রুশদিসম্মানজনক জার্মান শান্তি পুরস্কার পেলেন ‘মিডনাইটস চিলড্রেন’ ও ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ের আলোচিত-সমালোচিত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। সোমবার (১৯ জুন) পুরস্কার কর্তৃপক্ষ জার্মান বুক ট্রেডের বোর্ড অব ট্রাস্টিজ এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে বোর্ড অব ট্রাস্টিজ বলে, অদম্য চেতনা, জীবনের প্রতিজ্ঞা ও অসাধারণ লেখনির মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করার জন্য সালমান রুশদিকে এ পুরস্কার দেওয়া হলো।
বাড়িভাড়া বাঁচাতে প্লেনে চড়ে অফিসে যাতায়াত!অফিস দূরে হলে যাতায়াতের কষ্ট এড়াতে অনেকেই কাছাকাছি বাসা নেওয়ার চেষ্টা করেন। তাতে শ্রম ও সময় দুটোই বাঁচে। কিন্তু যদি দেখা যায়, ওই এলাকায় বাসাভাড়া এত বেশি যে, সেখানে থাকার চেয়ে দূর থেকে আসাই সাশ্রয়ী, তাহলে সেই কষ্টটুকু মেনে নিতে নিশ্চয় রাজি হবেন অনেকে। ঠিক সেটাই করেছেন ২১ বছরের সোফিয়া ক্যালেন্টানো।
কেএএ/এমএস