সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার রেশ কাটতে না কাটতেই জামালপুর সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্টু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মন্টু মিয়া উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ফকিরবাড়ী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া গোদাশিমলা বাজারে দোকান ভাড়া নিয়ে বিকাশ, ফ্লেক্সিলোডের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু মুখোশধারী এক দল ছিনতাইকারী তার পথরোধ করে দুইলাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (২০ জুন) রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম