লাইফস্টাইল

তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া স্ক্রাব

ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য ব্যবহার করা হয় স্ক্রাব। বাজারজাত ফেসিয়াল স্ক্রাবের থেকে ভালো ও কেমিক্যালমুক্ত ঘরে তৈরি করা স্ক্রাব।  তৈলাক্ত ত্বকে ব্রণের হাত থেকে রক্ষা পেতে হলে প্রথমেই লোমকূপে জমে থাকা ময়লা ও জীবাণু পরিষ্কার করতে হবে। নিচের প্যাকটি আপনার ত্বককে পরিষ্কার করে এবং ব্রণের হাত থেকে রেহাই দেবে-যা লাগবে :১ টেবিল চামচ ওটমিল, ১ চা চামচ মধু, ১ চা চামচ বেকিং সোডাব্যবহার বিধি :সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি ২-৩ মিনিট মাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এক টুকরো বরফ ঘষে নিন যা আপনার খোলা লোমকূপ বন্ধ করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা এবং ব্রণ থেকে মুক্তি দেবে।লক্ষ করুন :প্যাকটি যেন বেশি ঘন না হয়ে যায়, তবে আপনি মধু বা টকদই মিশিয়ে নিতে পারেন। ওটমিল আপনার ত্বকের তেল শোষণ করে ও অতিরিক্ত ওটমিল ব্যবহারে ত্বক বেশি শুষ্ক হয়ে যাবে, যার ফলে ত্বকের তৈলাক্ত গ্রন্থি আরো বেশি তেল উৎপাদন করতে শুরু করে।এইচএন/এমএস