জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে গণমাধ্যমকর্মীরা। বুধবার (২১ জুন) দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকরা।
স্মারকলিপিতে নিহত সাংবাদিক নাদিমের হত্যাকারী সব আসামিকে দ্রুত গ্রেফতার, হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও নাদিমের পরিবারের যাবতীয় দায়িত্ব গ্রহণের দাবি জানানো হয়।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
এসময় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান, চ্যানেল২৪ ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস