দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার

আট বছর ধরে পলাতক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে (৮৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিল্লাল হোসেন হরিণাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ২০১৫ সালে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে একই বছরের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন বিল্লাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেফতারের পর তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস