দেশজুড়ে

জামায়াতের প্রধান পরিচয় হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ

বিএনপি বিভিন্ন দল থেকে এসে একত্র হয়ে একটা দল গঠন করেছে। আর জামায়াত একটি দল যার প্রধান পরিচয় হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলেছেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।  সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলায় কাদোয়া বটতলী এলাকায় রাস্তার সংস্কার কাজের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন। আর রাস্তাঘাটের উন্নয়ন হলে এলাকার উন্নয়ন সম্ভব। আগামী দুই পর রাস্তাঘাটের আর কোনো কাজ থাকবে না।এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাকিল আহমেদ বাদল, সদর উপজেলা আ.লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ডিএম আউয়াল আতা প্রমূখ।এসময় ৫২ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে এক কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি। আব্বাস আলী/এফএ/এমএস