খেলাধুলা

বিজিএমইএ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৭ মার্চ

প্রথমবারের মতো পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃগার্মেন্টস ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ-২০১৬’। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।১৭ মার্চ শুরু হতে যাওয়া এই খেলা সাপ্তাহিক ছুটির দিন অনুষ্ঠিত হবে, যা আগামী ১ এপ্রিল পর্যন্ত চলবে।তিনি জানান, এ টুর্নামেন্টে বাংলাদেশের ১২টি স্বনামধন্য গার্মেন্ট কোম্পানি অংশগ্রহণ করবে। কোম্পানিগুলো হচ্ছে : অনন্ত গার্মেন্টস, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ব্যান্ডো ডিজাইন, কমফিট কোম্পাজিট, এনভয় গ্রুপ, এপিনিয়ন গ্রুপ, এন্টারসফর গ্রুপ, রেয়ন টেক্স গ্রুপ, র্স্টালিং গ্রুপ, তামান্না অ্যাপারেল গ্রুপ, টর্ক ফ্যাশন লিমিটেড এবং ভারসাটাইল গ্রুপ।তিনি আরো জানান, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের অ্যাস্ট্রো-টার্ফ মাঠে গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ১২ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। সেভেন-এ-সাইডে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১ এপ্রিল আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে বলে জানান তিনি।টুর্নামেন্টের অন্যান্য পার্টনার এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, রাইজিং গ্রুপ, নুপামি বিডি’র পারসেলানোসা, অ্যামেজ পাওয়ার, এপিলিয়নের সেইলর, সিবিএল মানচি ও কাবাব ফ্যাক্টরি।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিজিএমই এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির, সহ-সভাপতি ফেরদাউস  পারভেজ বিভন প্রমুখ।এসআই/এসএইচএস/আরআইপি