দেশজুড়ে

টেকনাফের ক্যাম্প থেকে ফের দুই রোহিঙ্গা যুবককে অপহরণ

কক্সবাজারের টেকনাফ আশ্রয়ক্যাম্প থেকে ফের দুই রোহিঙ্গা যুবককে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ।

শুক্রবার (২৩ জুন) রাত ৯টার দিকে টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্প মাঝি বদরুল ইসলাম।

অপহৃতরা হলেন টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬) এবং একই ক্যাম্পের সলিমুল্লাহর ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২৩)।

মাঝি বদরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের এ/৫ ব্লকে মুখোশধারী ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ রবি ও ইলিয়াছকে তাদের বাড়ির সামনে থেকে জিম্মি করে পশ্চিম দিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। পরে এ ঘটনাটি ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এপিবিএনকে জানানো হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা জানান, অপহরণের ঘটনাটি জানার পর এপিবিএন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। কিন্তু দুর্গম পাহাড় এবং বৃষ্টি হতে থাকায় শনিবার বিকেল পর্যন্তও তাদের খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) নামে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (২২ জুন) লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাঁকা গুলি করে মোহাম্মদ ইসলাম (৪৫) নামে এক বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর ভাই মো. হাসান।

অন্যদিকে, টেকনাফে বিগত সাত মাসে অর্ধশতাধিক লোক অপহরণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের কেউ কেউ অপহরণকারীদের মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ফেরত আসেন। মুক্তিপণের টাকা দিতে না পারায় ইজিবাইকচালকসহ চারজনকে অপহরণকারীরা খুন করে। তাদের মাঝে একদিনেই কক্সবাজারের তিনজনকে খুন করা হয়।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম