দেশজুড়ে

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গাজীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ছয়জন আহত হয়েছেন। সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামানের (৪৫) পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে।আহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী রোকসানা (৩০), তার ছেলে অনিক (৬), ময়মনসিংহের গফরগাঁও এলাকার রুহুল আমিন (৪০), ঢাকার কেরানীগঞ্জ এলাকার আক্কাছ আলী (৪৫), সাতক্ষীরা রামগঞ্জ থানার কালিকাপুর এলাকার আনোয়ার হোসেন (২৫) ও আব্দুর রশিদ (৩৫)। আহত যাত্রীরা এবং হাইওয়ে পুলিশ জানায়, দুপুর সোয়া ১টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী কাজী সেলিমুজ্জামান নিহত এবং অপর ৭ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এসময় অপর এক যাত্রীর মৃত্যু হয়।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি