দেশজুড়ে

বগুড়ায় ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

বগুড়ার সোনাতলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ এবং পরবর্তীতে গর্ভপাতের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের করাদণ্ড দেয়া হয়।বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মান্নান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত মংলু শেখ সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের জেল্লার রহমান শেখের ছেলে। রাষ্ট্রপক্ষের কৌসুঁলি (পিপি) নরেশ মুখার্জী জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরীকে বিয়ের কথা বলে মংলু শেখ স্থানীয় এক ক্লিনিকে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটায়। এরপর তিনি বিয়ে করতে অস্বীকার করলে কিশোরী নিজেই বাদি হয়ে মামলাটি দায়ের করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলায় সর্বোচ্চ সাজার রায় ঘোষণা দেন।এআরএ/পিআর