সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়ক সংস্কার কাজ চলায় এই পথে আটকা পড়েছে হাজারো যানবাহন। আর এতে দূর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সাভার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ চলায় সোমবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রাস্তার একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়। ফলে সকাল থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। তবে যানজটের তীব্রতা বৃদ্ধি পায় দুপুরের পর। এসময় মহাসড়কের রেডিওকলোনী থেকে নবীনগর পর্যন্ত হাজারো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের চালক মনিরুজ্জামান জানান, নবীনগর থেকে সাভারের দূরত্ব আনুমানিক ১০ কিলোমিটার। প্রতিদিন এই রাস্তা পাড়ি দেয় সর্বোচ্চ ২০ মিনিটে। আজ এই রাস্তা পাড়ি দিতে দুই ঘণ্টারও বেশি সময় লাগছে ।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশের মেরামতের কাজ চলছে। এমনিতেই এই মহাসড়কে যানবাহনের চাপ সব সময় একটু বেশি থাকে। মহাসড়কের এক পাশ দিয়ে দুই দিক থেকে আসা গাড়ি চলাচল করায় এ যানজট দেখা দিয়েছে। আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখনও পুলিশ কাজ করছে। তবে রাস্তার কাজ শেষ না হলে যানজট কমবে বলে মনে হচ্ছে না। ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান জানান, ২৬ শে মার্চ উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশের মেরামতের কাজ চলছে। এজন্য সাময়িকভাবে সড়ক ব্যবহারকারীদের অসুবিধা হচ্ছে। দু’-একদিনের মধ্যে যানজট কমে আসবে বলে আশাবাদী তিনি। আল-মামুন/এসকেডি/এবিএস