নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবু সাদাত মুহম্মদ সায়েমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের বাংগাবাড়ীয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত বছর বিএনপি-জামায়াত সারা দেশে তাণ্ডব ও নাশকতা চালিয়েছিল। ওই বছরের ২৫ জানুয়ারি পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত ছিলেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবু সাদাত মুহম্মদ সায়েম। এছাড়াও তিনি ২০ দলীয় জোটের ডাকা হরতালের বিভিন্ন অগ্নিসংযোগসহ নাশকতার মামলার আসামি। এ ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আব্বাস আলী/এআরএ/এবিএস