খেলাধুলা

বার্সেলোনাতেই নাম লেখালেন গুন্দোয়ান

বার্সেলোনায় দেখা যেতে পারে ইলকায় গুন্দোয়ানকে, গুঞ্জন ছিল আগেই। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে লা লিগার ক্লাবে নাম লেখালেন জার্মানির বর্ষীয়ান মিডফিল্ডার। আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে গুন্দোয়ানকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে বার্সা।

চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গুন্দোয়ানের। ফলে তিনি ফ্রি এজেন্ট হয়ে যান। বার্সা অনেকদিন ধরেই তাকে দলে টানার চেষ্টা করছিল।

বার্সার অবশ্য লড়াই করতে হয়েছে আর্সেনাল, সৌদি আরব এবং ম্যানেচস্টার সিটির সঙ্গেও। তবে জার্মানির এই ফুটবলারকে শেষ পর্যন্ত নিজেদের চুক্তিতে সন্তুষ্ট করতে পেরেছে বার্সা।

গত সপ্তাহে গুন্দোয়ানের সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আসে। তবে ব্লুগ্রানারা আনুষ্ঠানিকভাবে আজই জানিয়েছে তাকে দলে ভেড়ানোর খবর।

বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে গুন্দোয়ানের, ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত। সঙ্গে থাকছে শর্তসাপেক্ষে এক বছর বাড়ানোর সুযোগ। গুন্দোয়ানের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

এমএমআর/এএসএম