ইরাকে সেনাবাহিনীর গাড়িবহর ও ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পৃথক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ এ দাঁড়িয়েছে। এর অাগে আইএসের ওই হামলায় ২২ সেনাসদস্য নিহত হয় বলে জানানো হয়েছিল। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে রামাদির জানকুরাহ শহরের কুতাইনিয়া গ্রামে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ব্যারাকে হামলা চালায় আইএস। এতে ২২ সেনাসদস্য নিহত ও নিরাপত্তা বাহিনীর আরো ১৬ সদস্য আহত হয়েছে। পরে সোমবার সকালে রামাদি থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের আবু তায়বান ও সায়ফিরাহ গ্রামে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে আইএস। পৃথক এ হামলায় ২৫ সেনাসদস্য নিহত ও আরো ২০ সদস্য আহত হয়েছে। আনবার প্রদেশের রাজধানী রামাদিতে অন্তত ৫ লাখ মানুষের বসবাস। গত মে মাসে শহরটির নিয়ন্ত্রণ হারায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এরপর দেশটির পশ্চিমাঞ্চল থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়ার পর গত বছরের ডিসেম্বরে সরকারি বাহিনী রামাদি শহরের নিয়ন্ত্রণ নেয়।তখন থেকে রামাদিসহ এর আশপাশের শহরগুলোতে কয়েকবার হামলা চালিয়েছে আইএস। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রামাদি মার্কিন নেতৃত্বাধীন জোট অন্তত ৬ শতাধিক বিমান হামলা চালিয়েছে।এসআইএস/আরআইপি