খেলাধুলা

এবার ‘মওকা’ খোঁজার পালা ভারতের

ওয়ানডে বিশ্বকাপের সময় স্টার-স্পোর্টসে প্রচারিত সেই বিজ্ঞাপনটির কথা মনে পড়ে? আইসিসির কোন টুর্নামেন্টে পাকিস্তান কখনো জিততে পারেনি বলে খোঁচা দিয়ে বলেছিল ‘ও রাব্বা কাব আগেয়া মওকা।’ অবশ্য সেবারও পাকিস্তান পারেনি তাদের পরাজয়ের বৃত্ত ভাঙতে। এরপর এই বিজ্ঞাপন নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলেছিল। বছর ঘুরে আবারও বিশ্বকাপ। এবার টি-টোয়েন্টি। মূল পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্বাগতিক ভারত। আর এই নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোন টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি ধোনিরা। তাই এবার মওকা খোঁজার পালা ভারতীয়দের।এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এ দুই দল। এর মধ্যে চারবারই জিতেছে নিউজিল্যান্ড অন্য ম্যাচটি পরিত্যাক্ত। প্রথম বিশ্বকাপেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার বিশ্বকাপ জয় করলেও গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেতে হয় ধোনিদের। এরপর নিউজিল্যান্ড সফরে ২টি ম্যাচ খেলে তারা। দুটি ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয় ভারত। এরপর ২০১২ সালে ভারত সফরে এসে দুটি টি-টোয়েন্টি ম্যাচে নামে নিউজিল্যান্ড। ভারতের ঘরের মাঠে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে যায়। পরের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ১ রানে হেরে যায় ধোনি-কোহলিরা। ফলে জয় অধরাই থেকে যায় ভারতীয়দের।চার বছর পর আবার ঘরের মাঠে বিশ্বকাপের মোকাবেলায় প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে পেয়েছে ভারত। এবার কি পারবে তাদের দুঃস্বপ্ন ঘোচাতে? নাকি এবারো পুরনো ছবির পুনরাবৃত্তি হবে। প্রশ্নটি হাজারো ক্রিকেট ভক্তের। জবাব পেতে অপেক্ষা করতে হবে আর একটি দিন। নাগপুরে রাত ৮টায় আবার মুখোমুখি হচ্ছে দল দুটি।আরটি/এআরএস/পিআর