দেশজুড়ে

কমলনগরে আ.লীগের দুই নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন রাজুর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম রাশেদ বিল্লাহ এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলানোয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার জানান, পাটোয়ারিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন রাজুর পক্ষে দলের সবাইকে কাজ করার নির্দেশ দেয়া হয়ছে। কেউ যদি দলীয় প্রার্থীর বাহিরে অন্য কোনো প্রার্থীর নিবাচনের কার্যক্রমে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, গত ১২ মার্চ শনিবার চরফলকন ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারেফ হোসেন বাঘাকে অব্যাহতি দেয়া হয়।কাজল কায়েস/এআরএ/এবিএস