কিশোরগঞ্জের ইটনা হাওরে ধরা পড়েছে ৩৪০ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বুধবার (২৮ জুন) ধনপুর বাজারে কেটে মাছটি ৫০০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা ধনপুর ইউনিয়নের বাঁশখাই এলাকার সুরমা নদীতে এ মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
আরও পড়ুন: ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ ৮০ হাজারে বিক্রি
ধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জিত দাস জানান, সুরমা নদীতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে। সে জালে ৩৪০ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে মাছটি বুধবার সকালে ধনপুর বাজারে নিয়ে কেটে ৫০০ টাকা কেজি ধরে এক লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস জানান, শাপলা পাতা মাছকে আমাদের এলাকার বলা ‘আঙ্গস’ মাছ। এতবড় মাছ দেখে জেলারা ভয় পেয়েছিলেন। পরে সবাই নদী থেকে পাড়ে তুলে দেখেন এটি শাপলা পাতা মাছ।
এসকে রাসেল/আরএইচ/জিকেএস