চুয়াডাঙ্গায় ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকুব্বর হোসেন (৭০) বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদআলী মণ্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে উপজেলার আঠারোখাদা গ্রামে বিয়াই বাড়ি কোরবানি ঈদের দাওয়াতে যান আকুব্বর। বিকেলে ফেরার পথে ছেলে মোটরসাইকেল চালাচ্ছিলেন। দুই নাতিকে নিয়ে পেছনে বসেছিলেন তিনি।
মোটরসাইকেল উদয়পুর গ্রামের মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক ছুটে আসে। সেটিকে সাইড দিতে গিয়ে বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল ব্রেক করলে স্লিপ করে। এসময় গাড়ির পেছন থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে আকুব্বর সেখানেই মারা যান। বাকিরা অন্যপাশে পড়ে যাওয়ায় সামান্য আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হুসাইন মালিক/এমআরআর/জিকেএস