আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বেসরকারি কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াচ্ছে ফিলিপাইন
রাজধানী অঞ্চলের বেসরকারিখাতের কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াতে যাচ্ছে ফিলিপাইন। ১৬ জুলাই থেকে যা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ জুন) দেশটির শ্রম বিভাগ এ তথ্য জানিয়েছে।
আটকে দেওয়া হলো রাহুল গান্ধীর গাড়িবহর, বাকি পথ যাবেন হেলিকপ্টারে
ভারতের মণিপুরে সহিংসতায় বিধ্বস্ত এলাকায় গাড়ি বহর নিয়ে ঢুকতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার (২৯ জুন) মণিপুর পৌঁছেই চূড়াচাঁদপুরের দিকে রওনা দেন কংগ্রেস নেতা। কিন্তু ইম্ফল থেকে মাত্র ২০ কিলোমিটার যেতেই তার গাড়িবহর আটকে দেওয়া হয়।
সাড়ে ছয় হাজারের বেশি হজযাত্রীর হিট-সানস্ট্রোক
সৌদি আরবে চলছে এ বছরের হজ কার্যক্রম। তবে এর মধ্যেই সেখানে বইছে দাবদাহ। এমন পরিস্থিতে এখন পর্যন্ত সাড়ে ছয় হাজের বেশি হজযাত্রীর হিট ও সানস্ট্রোকের খবর পাওয়া গেছে। অসুস্থদের দেওয়া হয়েছে চিকিৎসা। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর গাল্ফ নিউজের।
উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের সঙ্গে ‘মানব দেহাবশেষ’ থাকার সম্ভাবনা
টাইটানিকের ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে ধ্বংসাবশেষ হয়ে ফিরলো ডুবোযান টাইটান। সেই ডুবোযানের ধ্বংসাবশেষ থেকে খোঁজ পাওয়া গেছে বেশ কিছু দেহাবশেষের। কিছু দেহাবশেষ মিলেছে ডুবোযান উদ্ধার হওয়ার স্থান থেকেও। সেগুলো মানবদেহের টুকরো বলেই আপাতত মনে করা হচ্ছে। বুধবার (২৮ জুন) এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপকূল রক্ষীবাহিনী কর্তৃপক্ষ।
পার্কে তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল
প্রথমে ঘাসের ওপর দিয়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে আসা হলো মাঠের এক প্রান্তে। তার পর তাকে সেখান থেকে উঠতে না দিয়েই যত্রতত্র লাথি মারতে শুরু করলেন দুই নারী। মাথায়, মুখে, বুকে, পেটে, পিঠে জুতো পরা পায়ের আঘাতে কুঁকড়ে যেতে থাকলেন তরুণী। কিন্তু তার পরও থামলেন না দুই নারী। পার্কের মাঠে তরুণীকে ফেলে চললো মারধর।
২৪ বছরের কর্মজীবনে ২০ বছরই অনুপস্থিত, অবশেষে চাকরি গেলো শিক্ষিকার
অফিসে অনুপস্থিত থাকলে সর্বোচ্চ কতদিন সমস্যা এড়ানো যায়? এক সপ্তাহ, দু’সপ্তাহ, কিংবা এক মাস? কিন্তু ইতালির এক শিক্ষিকা যা করেছেন, তাতে চোখ কপালে উঠতে বাধ্য। ২৪ বছরের চাকরিজীবনে পাক্কা ২০ বছরই অনুপস্থিত থেকেছেন তিনি। যার ফলে শেষপর্যন্ত চাকরি গেছে তার, মিলেছে ‘ইতালির সবচেয়ে বাজে কর্মী’র খেতাবও।
জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত ২
সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে গোলাগুলিতে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন নেপালি নিরাপত্তাকর্মী এবং আরেকজন বন্দুকধারী হামলাকারী। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বুধবার (২৮ জুন) ঘটনাটি নিশ্চিত করেছে।
রেড রোডে বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের ভিড়
ঈদের দিন সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছিল হালকা ঝিরঝির বৃষ্টি। তবে বেশিক্ষণ থাকেনি। ফলে ঈদুল আজহার আনন্দ উদযাপনে কোনো ব্যাঘাতও ঘটেনি। বৃহস্পতিবার (২৯ জুন) কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ।
বাইডেন-ট্রুডোদের ঈদ শুভেচ্ছায় সিক্ত মুসলিম বিশ্ব
বিশ্বজুড়ে মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন, জাস্টিন ট্রুডো, অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, আমলারা। এই ঈদ সবার জীবনে সুখ-শান্তি ও ভালোবাসার ছোঁয়া বয়ে আনবে বলে আশাপ্রকাশ করেছেন তারা।
সুইডেনে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি পুলিশের
ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (২৮ জুন) যখন যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা, ঠিক সেই সময় স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন শরিফ পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ। এ নিয়ে ফের সমালোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে।
এমএসএম/জিকেএস