শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার কদমতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিউনের মনাকুষা গ্রামের রফিক মাস্টারের ছেলে অটোরিকশা যাত্রী রবিউল ইসলাম (৪০) এবং একই ইউনিয়নের বন্ধুপাড়া গ্রামের অটোরিকশাচালক সাইদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কদমতলী বাজারের কাছে ঢাকা ছেড়ে আসা একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/জিকেএস