দেশজুড়ে

কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলার নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদার ছেলে রাসেল হাওলাদার (২৫) ও নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপর বরিশালের হিজলা উপজেলা থেকে আসা রাজিব সরদার নামের একজন পর্যটকের সঙ্গে অটোতে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ওই পর্যটকে বেধড়ক মারধর করে গলা টিপে ধরেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন: কুয়াকাটায় ৩ পর্যটককে বাস শ্রমিকদের মারধর

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করতে সক্ষম হই। আটকরা অন্য জেলার হলেও স্থানীয় পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম