পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন আবদুল হান্নান (৮০)। ২৯ জুন সৌদি আরবের মক্কায় তিনি মারা যান। তাকে শনিবার (১ জুলাই) ফজরের নামাজের পর সৌদিতেই দাফন করা হয়েছে।
আবদুল হান্নান কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়া তলার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: হজের সফরে মারা গেলে যে মর্যাদা পাবে মৃতব্যক্তি
আবদুল হান্নানের নাতি আজিজুল ইসলাম জানান, ২৯ জুন বিকেলে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। পরিবারের সম্মতিতেই সৌদি আরবে তার জানাজা ও সেখানেই দাফন করা হয়।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/জেডএইচ/