দেশজুড়ে

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল আজহায় ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে ভারতের আগরতলায় মাছ রপ্তানির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়েছে আজ। সকাল সাড়ে ১০টায় চারটি গাড়িতে করে সাড়ে ২২ টন হিমায়িত মাছ আগরতলায় রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

আরও পড়ুন: টাঙ্গাইলের ৩২ হাটে বিক্রি হচ্ছে নৌকা, ব্যস্ত কারিগররা

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান আহমেদ ভূঁইয়া জানান, ঈদে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ছুটির সময় বন্দর দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জেআইএম