দেশজুড়ে

শিশুদের সঙ্গে ফুটবল খেললেন জেলা প্রশাসক

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জয়পুরহাট সরকারি শিশু পরিবারের সদস্যদের সঙ্গে ফুটবল খেলায় মেতে উঠলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

রোববার (২ জুলাই) বিকেলে জেলা শিশু পরিবার মাঠে জেলা প্রশাসন বনাম শিশু পরিবারের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় জেলা প্রশাসনের পক্ষে মাঠে নামেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে সরকারি শিশু পরিবারের সদস্যরা খেলায় অংশ নেয়।

খেলায় জয়পুরহাট জেলা প্রশাসন ৪/২ গোলে জয়লাভ করেন।

জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জাগো নিউজকে বলেন, আমরা তাদের অভিভাবক। তাদের সঙ্গে আমাদের দুর্দান্ত খেলা হয়েছে। খেলার ফলাফল মূল বিষয় না, আমরা সবাই অত্যন্ত আনন্দিত তাদের নিয়ে খেলতে পেরে। খেলায় মূল উদ্দেশ্য ছিল শিশু সদন পরিবারের এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

জেএস/জিকেএস