চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এরশাদপুরে মাদক সেবনের টাকা না পেয়ে আমিনুল হক মুক্ত (৩৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়েছেন।
সোমবার (৩ জুলাই) দুপুরে নিজ বাড়ির ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমিনুল হক মুক্ত আলমডাঙ্গা পৌর শহরের এরশাদপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে।
আরও পড়ুন: যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, ১০ বছর ধরে শ্বশুরবাড়ি এরশাদপুর গ্রামে বসবাস করতেন মুক্ত। কিছুটা মানসিক বিকারগ্রস্ত মুক্ত প্রায়ই মাদক সেবনের জন্য শাশুড়ি ও স্ত্রীর কাছ থেকে টাকা নিতেন। সোমবার মুক্ত তার স্ত্রীর কাছে টাকা চান। কিন্তু তার স্ত্রী জানান বাড়িতে কোনো টাকা নেই। টাকা না পেয়ে মুক্ত নিজ ঘরের আড়ায় গামছা বেঁধে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুসাইন মালিক/জেএস/জিকেএস