ক্যাম্পাস

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

২০১৭ সালের ৭ মে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটি গঠনের পর ২০২২ সালের ৬ জুলাই ৩০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, সুনামের সঙ্গে দীর্ঘসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন করে এসেছি। আমরা চাই, নতুন মুখ নেতুত্বে আসুক এবং ছাত্রলীগকে উজ্জীবিত করুক।

মঞ্জুরুল ইসলাম/এএএইচ