পাকিস্তানের থেকেও ভারতে বেশি ভালোবাসা পান এমন মন্তব্য করে সাবেকদের রোষানলে পড়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি। এ তালিকায় ছিলেন জাভেদ মিয়াঁদাদের মত বড় তারকাও। তবে এবার তিনি পাশে পেয়েছেন দলের প্রধান কোচ ওয়াকার ইউনুসকে।আফ্রিদির সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে ওয়াকার বলেন, ‘এটা নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেয়া উচিত বলে আমি মনে করি।’ভারত পৌঁছে কলকাতায় দেয়া এক সংবাদ সম্মেলনে বিতর্কের জন্ম দেন আফ্রিদি। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের থেকেও আমি ভারতে বেশি ভালোবাসা পাই।’ আফ্রিদির এমন উক্তিতে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটাঙ্গনে। স্বদেশী ক্রিকেটার থেকে শুরু করে সে দেশের ক্রিকেটপ্রেমীরাও মজেন আফ্রিদির সমালোচনায়। লাহোরের একটি আদালতে আফ্রিদির বিরুদ্ধে লিখিত নোটিশও প্রেরণ করা হয়।আরএ/আরটি/এসকেডি/এবিএস