নেত্রকোনার পূর্বধলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সিএনজিচালক একরামুল মিয়া (৪০)। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের জালশুকা এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে চালকসহ ৬জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম