মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ। তার আরেকটি পরিচয় তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও শিমুল ইউসুফ দম্পত্তির সন্তান। তিনি ‘আয়নাবাজি’, ‘আলফা’ ও ‘গেরিলা’সহ বেশকিছু ছবিতে নির্বাহী প্রযোজক ছিলেন।
নতুন খবর হলো সম্প্রতি তিনি জনপ্রিয় ওটিটি প্ল্যার্টফরম হইচই এ ‘ইন হাউজ প্রডিউসার’ হিসেবে যোগদান করেছেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ‘প্রিয়তমা’ কে দেখতে গেলেন শাকিব খান
ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, বেশ ভালো লাগছে এমন দায়িত্ব পেয়ে। আমি এই মাসেই হইচইতে যোগদান করেছি। অনেক বেশি এক্সাইটেড বলতে পারেন। এটা নিঃসন্দেহে আমার জন্য একটি ভালো সুযোগ। আমি নিশ্চয়ই চেষ্টা করবো অনেক যত্নের সাথে আমার দায়িত্ব পালন করতে। দর্শকদের জন্য অবশ্যই নতুন নতুন চমক থাকবে আশা করছি।
আরও পড়ুন: ঈদের নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে যেসব নাটক
প্রসঙ্গত, এশা ইউসুফ কলকাতার জনপ্রিয় ক্যাকটাস ব্যান্ডের ভোকাল সাকি ব্যানার্জির সাথে ২০১৯ সালের ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এমআই/এমএমএফ/এমএস