দেশজুড়ে

লালমনিরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধ্বন সলেডি স্প্যার বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বুধবার বিকেলে বাড়ির পাশের তিস্তা নদীতে গোসলে যান শামীম বাবু। এসময় প্রতিবন্ধী ওই কিশোরী নদীর ধার দিয়ে যাচ্ছিল। টাকার লোভ দেখিয়ে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন শামীম বাবু। এ ঘটনাটি দূর থেকে স্থানীয়রা দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধার করেন। অভিযুক্ত শামীম বাবুকে আটক করে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ গিয়ে শামীম বাবুকে আটক করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। নির্যাতিত প্রতিবন্ধী তরুণীর কাছে ঘটনার বর্ণনা শুনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মো. রবিউল হাসান/এমএইচআর