দেশজুড়ে

দাওয়াত খেতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের

দিনাজপুর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। তারা দিনাজপুর শহরের আনোয়ারা নার্সিং কলেজের ছাত্র এবং সম্পর্কে আপন চাচাতো ভাই।

বুধবার (৫ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দর এলাকায় আত্রাই ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের পল্লিচিকিৎসক মোকসেদুল ইসলামের ছেলে সাকিব ইসলাম (২০) ও আনিছুর রহমানের ছেলে মাজায়ারুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে দুই চাচাতো ভাই মিলে মোটরসাইকেলে করে চিরিরবন্দর উপজেলায় বন্দুল গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে নতুন ভুষিরবন্দরে আত্রাই নদীর ওপর নির্মিত ব্রিজে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দ্রুত গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম