জয়পুরহাটে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে আহসান হাবিব ও একই গ্রামের বুদা প্রামাণিকের ছেলে ওয়াহেদুল ইসলাম।
আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) নিপেন্দ্রনাথ মণ্ডল জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর একই গ্রামের প্রতিবেশী আহসান ও ওয়াহেদুল ইসলাম নিহত মোহাম্মদ আলীকে ফুটবল খেলা দেখার কথা বলে ডেকে নিয়ে যান। এরপর মোহাম্মদ আলী আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন ভোরে তার মরদেহ পাওয়া যায় পাঁচবিবি উপজেলার চকশিমুলিয়ার মৌজার আদিবাসী পাড়ার রাস্তার পাশে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ ১৯ বছর পর আজ এ রায় ঘোষণা করেন আদালত।
এসআর/এমএস