দেশজুড়ে

রমেকের আইসিইউ বিভাগের এসিতে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বিভাগের এসিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রোগীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালের দোতলায় অবস্থিত ইনসেনটিভ কেয়ার ইউনিটে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। দুপুর ২ টার দিকে ইউনিটের বাইরে রক্ষিত এসিতে আগুণের শিখা দেখে রোগীরা প্রাণ ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক বিদ্যুত সরবরাহ বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্য কোনো ক্ষয়ক্ষতি না হলেও এসিটি পুরোপুরি পুড়ে গেছে।এ ব্যাপারে হাসপাতালের পরিচালক আ.স.ম বরকতুল্লাহ জানান, বিদ্যুতের সর্ট সাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। এসিটি ঠিক করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত এসি মেরামত করে রোগীদের চিকিৎসা সেবা ঠিক রাখা হবে। জিতু কবীর/এফএ/এমএস