আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলার বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের ২৫ নেতাকে। এদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, নলছিটি উপজেলায় ৬ জন, রাজাপুর উপজেলায় ৪ জন ও কাঠালিয়া উপজেলায় ৭ জন রয়েছেন।বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নবগ্রাম ইউনিয়নে ওয়ালিউর রহমান হিরু (আনারস), কেওড়া ইউনিয়নে কৃষি বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন তালুকদার মঈন (অটোরিকশা), উপ-প্রচার সম্পাদক আবু সাইদ খান (আনারস), গাবখান ধানসিড়ি ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক একেএম জাকির হোসেন (আনারস), ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি মনির হোসেন হাওলাদার (ঘোড়া), কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম মিঞা (আনারস), গাভা রামচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান লিটন (মোটরসাইকেল) ও সদস্য শাখাওয়াত হোসেন খলিল (চশমা)। নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান ফোরকান (ঘোড়া), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির সোহেল মল্লিক (চশমা), সদস্য আঃ রহিম হাওলাদার (আনারস), কুশাঙ্গল ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মতিয়ার রহমান সরদার (আনারস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরদার (মোটর সাইকেল), কুলকাঠি ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য মো. সবুজ হাওলাদার (আনারস)। রাজাপুর উপজেলার বড়ইয়া ইউয়িনে উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল আবেদীন (আনারস), গালুয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মো. জহুরুল হক পিনু গাজী (আনারস), মঠবাড়ি ইউনিয়নে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রব (আনারস) ও রাজাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম (আনারস)। কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন কবীর (আনারস), পাটিখালঘাটা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সহিদুল ইসলাম হৃদয় (আনারস), ইউনিয়ন সহ-সভাপতি মো. হারুন মিয়া ( ঘোড়া), শৌলজালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. তরিকুল ইসলাম বুলবুল (আনারস), আওড়া বুনিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচএম আল মামুন (আনারস), মো. আফজাল হোসেন নকীব (মোটরসাইকেল) ও সহ-সভাপতি মো. কামরুজ্জামান নকীব (ঘোড়া)। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এদের বহিষ্কার করা হয়েছে।আতিকুর রহমান/এমএএস/এবিএস