দেশজুড়ে

যুব মহিলা লীগের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের সদস্যদের নাচ-গান

চুয়াডাঙ্গায় তৃতীয় লিঙ্গের সদস্যদের নাচ-গানে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে এক দল তৃতীয় লিঙ্গের সদস্যদের সরব উপস্থিতি ছিল।

স্থানীয়ভাবে জনপ্রিয় ‘রেডিও চুয়াডাঙ্গা’ নামের একটি ফেসবুক পেজে এটা লাইভ করা হলে তা ভাইরাল হয়ে যায়। এতে পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্য করতে থাকেন।

সাকিব নামের একজন বলেন, ‘তারা (তৃতীয় লিঙ্গের সদস্য) এ সমাজেরই। যুব মহিলা লীগের এ প্রোগ্রামে তাদের দেখে খুব ভালো লাগছে। যেভাবে অনুষ্ঠান জমিয়ে রেখেছে, তাতে বোঝা যায় ওরাও ভীষণ খুশি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জাগো নিউজকে বলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন মূলত তৃতীয় লিঙ্গের সদস্যদের নাচিয়ে নিজে ভাইরাল হতে চেয়েছেন। কারণ তিনি চুয়াডাঙ্গা-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। নির্বাচনী প্রচার-প্রচারণায়ও তাকে ইদানীং দেখা যাচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন বলেন, ‘এরাও আমাদের সমাজের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে যেমন প্রচুর উন্নয়ন করেছেন, তেমনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করেছেন। তাই যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমি তাদের আমন্ত্রণ জানিয়েছি। তারাও স্বতঃস্ফূর্তভাবে এ প্রোগ্রামে এসেছে।’

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, ‘তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীরও রাজনীতি করার অধিকার আছে। তবে রাজনৈতিক প্রোগ্রামে ও একটি পার্টি অফিসের সামনে যদি তারা অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচেন তাহলে সেটা খারাপ।’

হুসাইন মালিক/এসআর/এএসএম