দেশজুড়ে

পিরোজপুরে নৌকা প্রতীকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুর রহমানের প্রধান নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে।বলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এমন অভিযোগ করেছেন। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এসআই মো. শাহাবউদ্দিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিন্না বাজারে সাইদুর রহমানের (নৌকা) নির্বাচনী প্রধান কার্যালয়ে কেবা কারা পিছন দিক থেকে পেট্রলভর্তি একটি বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে।তবে এতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দাবি করছেন অফিসের পিছনের বেড়া আংশিক পুড়ে গেছে।হাসান মামুন/বিএ