দেশজুড়ে

জীবননগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বিপ্লব হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে তার সঙ্গে থাকা রুবেল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের কাছে আন্দুলবাড়ীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে এবং আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারীপাড়ার গোলাম রসূলের ছেলে।

স্থানীয়রা জানায়, আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে করে সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বিপ্লব ও রুবেল। পথে একতারপুর বাওড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা বিপ্লব রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক রুবেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হুসাইন মালিক/এমকেআর