জাতীয়

সাতক্ষীরায় আত্মগোপনে থাকা ময়মনসিংহের রশিদ গ্রেফতার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম- মো. আব্দুর রশিদ। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার পশ্চিম বালিগাঁওয়ের মো. সাবান আলীর ছেলে।

র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল সোমবার (১০ জুলাই) সাতক্ষীরা জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১১ জুলাই) র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।

তিনি বলেন, আব্দুর রশিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৯ সালে একটি মামলা রয়েছে। তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি সাতক্ষীরায় আত্মগোপনে চলে যান। র‌্যাব-৩-এর একটি আভিযানিক দল সোমবার তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার আব্দুর রশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/এএএইচ/জিকেএস