দেশজুড়ে

রাজশাহীতে ককটেল ফাটিয়ে ডাকাতি

রাজশাহীর বায়া এলাকায় ককটেল  ফাটিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে বায়ায় বেসরকারী সংস্থা "আশ্রয়" এর অফিসের পাশে হাসবিুলরে বাড়িতে এ ঘটনা ঘটে।এ সময় ১৫-১৬ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণের গহনাসহ নগদ কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে মসজিদে ডাকাতির বিষয়টি মাইকিং করা হলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।বাড়ির মালিক হাসবিুল ইসলাম জানান, ডাকাতরা প্রথমে ককটলে ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের গহনাসহ নগদ কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এ ব্যাপারে রাজশাহীর শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ডাকাতির খবর তারা পাননি। এক বাড়িতে চুরি হয়েছে বলে শুনেছেন। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।শাহরিয়ার অনতু/এফএ/এমএস