বিনোদন

ম্যারাথনের ফিটনেস প্রশিক্ষণে তারকারা

পাশাপাশি ট্র্যাকে দৌড়চ্ছেন জিৎ ও আপনি। স্বপ্ন নয়। বাস্তবেই এমনটা ঘটতে পারে। সে সুযোগ করে দিয়েছে টাটা স্টিল। কলকাতায় আয়োজিত ২৫ কিলোমিটার ম্যারাথনে তারকা থেকে আমজনতার যে কেউ অংশ নিতে পারেন।কিন্তু ম্যারাথন তো আর চাট্টিখানি কথা নয়। তার জন্য সঠিক ফিটনেসেরও প্রয়োজন। সেই উদ্দেশ্যেই মোহর কুঞ্জে খেলার সরঞ্জাম নির্মাতা বহুজাতিক সংস্থা রিবকের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফিটনেস সেশনের। সেখানে রিবকের তরফে উপস্থিত ছিলেন ট্রেনার মাস্টার শিবা, গগন অরোরা।এছাড়াও ছিলেন অভিনেতা জিৎ, যিনি এই ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এদিনের সেশনে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের উৎসাহ জোগাতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, দেবযানী, সাংবাদিক রিতা ভিমানীর মতো তারকারাও। আগামী ২৮ ডিসেম্বর কলকাতায় এই ম্যারাথন দৌড় আয়োজিত হবে। এযাবৎ এটি কলকাতায় আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন দৌড়।