দেশজুড়ে

বন্দরে সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম।

নিহতরা হলেন- বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমানউল্লা আমান (৩৫) এবং ধামপুর ইউনিয়নের জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিআই) মো. ইব্রাহীম জানান, বিকেলের দিকে তারা দুজন মোটরসাইকেলে মদনপুর থেকে জাঙ্গাল এলাকার দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনা জানা মাত্রই হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ সংগ্রহ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টিআই।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জিকেএস