সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর সহযোগী আসলাম মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরের পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা শামীম গাজী গ্রেফতার
আসলাম মিয়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে আসলাম মিয়ার নাম উঠে আসে। এমন তথ্যের ভিত্তিতে আসলাম মিয়াকে রৌমারীর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট ১৭ জন গ্রেফতার হয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ হত্যাকাণ্ডে বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে আছেন ১৬ আসামি। এর মধ্যে আদালতে বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন।
আরও পড়ুন: দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক নাদিম মারা গেছেন
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন দিনগত রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনী। পরদিন ১৫ জুন বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস