দেশজুড়ে

দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

কুড়িগ্রামের দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও গঙ্গাধরসহ জেলার ১৫ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যার শঙ্কা নিয়ে দিন কাটছে নদীতীরের মানুষের।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সকালে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৭২ সেন্টিমিটার, ধরলা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ও তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপৎসীমার ৫৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: সুরমার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে বন্যার শঙ্কা

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মো. সাইদুল ইসলাম বলেন, পরশু থেকে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়বে। এ নিয়ে আতঙ্কে আছি।

মুসার চরের বাসিন্দা মো. মতিয়ার রহমান বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে চলেছে। রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে আমরা চরবাসী আবারও বিপদে পড়বো।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ১৭ জুলাই পর্যন্ত পানি বাড়তে পারে। ফলে মাঝারি ধরনের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম