ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষায় ভোলার বিচ্ছিন্ন মাঝের চরে বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে এ বৃক্ষ রোপণ করা হয়।
এ সময় মাঝের চরে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির দুই হাজার ৯০০টি গাছের চারা রোপণ করা হয়।
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দূষণ, ঝড় ও বন্যা থেকে মানুষকে রক্ষায় বৃক্ষ রোপণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ও উৎসাহিত হয়ে নিজস্ব অর্থায়নে ২ হাজার, একটি এনজিও থেকে ৫০০ ও সরকারিভাবে ৪০০ গাছের চারা পেয়েছি। আজ সেই গাছ রাস্তার দুই পাশে রোপণ করছি।
এই গাছ বড় হলে স্থানীয়দের সম্পদে রূপান্তরিত হবে। তাই স্থানীয়দের এ গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. এরশাদসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম