দেশজুড়ে

মেয়ের বাড়ি যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনের চাকায় কাটা পড়ে নাদের মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ভাটিয়াপাড়া একপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে মারা যান তিনি। নিহত নাদের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে আসছিল। ভাটিয়াপাড়া ট্রেনের ইঞ্জিন লাইন পরিবর্তনের সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। ইঞ্জিনচালক তাকে লাইন ছাড়ার জন্য বার বার সংকেত দিলেও লাইন ছাড়েনি। ফলে ইঞ্জিনের চাকায় কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জামাতা আব্দুস ছাত্তার বলেন, শ্বশুর কানে কম শুনতেন। তিনি বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম