কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে জাবির (২) ও আদিব (২) নামের দুই শিশু মারা গেছে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।
জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। বাবু ও ভুট্টু আপন ভাই।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস