জনপ্রিয় কুকিং রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারক, বিশ্বখ্যাত ফুড ক্রিটিক এবং ফুড জার্নালিস্ট ম্যাট প্রেস্টন এ মাসের শেষ দিকে ঢাকা আসছেন। বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস কুকিস ব্র্যান্ড রিভোলি আয়োজিত ‘মিট ম্যাট প্রেস্টন’ অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি। ম্যাট প্রেস্টন আন্তর্জাতিক মানসম্পন্ন ও সুস্বাদু রিভোলি কুকিস-এর ব্র্যান্ড এনডোর্সার । ইউনিমেক ফুডের এই পন্যটি স্বল্পসময়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। বিশ্বমানের রিভোলি কুকিস এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে।উল্লেখ্য রিভোলি আয়োজিত ‘মিট ম্যাট প্রেস্টন’ ক্যাম্পেইনটি এখন দেশের সব লিডিং সুপার শপে চলছে এবং যে কেউ এই কার্যক্রমে অংশ নিয়ে সুযোগ পেতে পারেন ম্যাট প্রেস্টনের সাথে দেখা করার ও কুকিস খাওয়ার।ম্যাট প্রেস্টন মাস্টার শেফ অস্ট্রেলিয়ার বিচারকের পাশাপাশি বিশ্ববিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের রেস্টুরেন্ট রিভিউয়ারও। একই সাথে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত সব ফুড ম্যাগাজিনে রিভিউও লেখেন। ফুড ক্রিটিক হিসেবে জনপ্রিয়তা এবং নির্ভরযোগ্যতার কারণে রিভোলি তাকে ব্র্যান্ড এনডোর্সার করেছে। বিজ্ঞপ্তি।এমএমজেড/এমএস